জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উপলক্ষে সাতক্ষীরা
সরকারি কলেজের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-
হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কলেজ চত্বরের পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করেন এবং কলেজ প্রাঙ্গণে কাটাতারের নিরাপত্তা বেষ্টনী নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস এর দ্বারোন্মোচন করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) বেলা ১২টায় কলেজের ছাত্রী নিবাস ক্যাম্পাসে ছাত্রীনিবাস সুপারভাইজিং কমিটির আয়োজনে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল- হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ছাত্রী নিবাসের দ্বারোন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা
মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, ছাত্রীনিবাস’র হোস্টেল সুপার সহযোগি অধ্যাপক মোহাঃ
আল-মুন্তানছির বিল্লাহ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর মহাদেব সিংহ, সহযোগি অধ্যাপক মো. বদরুল মিল্লাত, প্রফেসর আবুল হাসেম, নজরুল ইসলাম, জিয়াউর রহমান, হোসেনুর রহমান, ফারুক হোসেন, মনোয়ার হোসেন, সহকারি হোস্টেল সুপার ও সহযোগি অধ্যাপক উন্মে ফাতেমা জোহরা, নাসরিন সুলতানা ও সহযোগি অধ্যাপক সন্দীপ কুমার দাশ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]