"মাছ উৎপাদন বৃদ্ধি করি" সুখি সমৃদ্ধি দেশ গড়ি" এই স্লোগানে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উপলক্ষে যশোরের শার্শা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ ও মাছ চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর শার্শার আয়োজনে মৎস্য অধিদপ্তর ও রাজস্ব খাতের আওতায় সরকারী/প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণের অংশ হিসাবে শার্শা উপজেলা পরিষদের পুকুর ও শার্শা থানার পুকুরে পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, এসিল্যান্ড খোরশেদ আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান সহ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]