১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী সাতক্ষীরা শহরের কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবে যথাযথ ভাবে পালন করা হয়েছে।
রবিবার কদমতলা বাজারস্থ কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি সেলিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ রেজাউল ইসলাম বাবলু’র পরিচালনায় দোয়া মাহফিল ও খাদ্য বিরতণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কদমতলা আঞ্চলিক প্রেসক্লাবের সহ-সভাপতি আবু রায়হান, যুগ্ন সম্পাদক শেখ মিজানুর রহমান, সাংগঠনক সম্পাদক মারুফ আহমেদ খান শামীম, সোহরাব হোসেন, অর্থ সম্পাদক রফিকুল আলম, ক্রীড়া সম্পাদক রেজাউল ইসলাম, প্রচার সম্পাদক জাহাঙ্গীর সরদার, দপ্তর সম্পাদক শামীম হোসেন প্রমূখ।
দোয়া মোনাজাত করেন হাফেজ মফিজুর রহমান ও কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক সেলিম হোসেনের পুত্র তাহাসিন হাসান ফরহাদ।
দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের আত্তার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ু সুস্বাস্থ্য কামনায় দোয়া মোনাজাত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]