জাপানের পশ্চিমাঞ্চলে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে স্মোক বোমা হামলার ঘটনা ঘটেছে।
তবে হামলার ঘটনায় জাপানের প্রধানমন্ত্রী অক্ষত আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায় স্থানীয় সময় শনিবার জাপানের ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বক্তব্য দেওয়ার সময় একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। তবে প্রধানমন্ত্রী অক্ষত রয়েছেন এবং তাকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়া সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]