বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী ও ওয়ারেন্টভুক্ত আসামী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (সেকেন্ড অফিসার) তারেক মোহাম্মদ মাসুদ জানান, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পৌর এলাকার মাস্টার বাড়ী এলাকার ইসমাইল হোসেনের ছেলে কামাল সরকার (২২) ও বকশীগঞ্জ জোয়াদ্দার পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফরহাদ আলী (২৫)।
এরমধ্যে গ্রেপ্তারকৃত কামাল সরকার একটি মামলায় ১ বছর ২ মাস সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি সাজা পরোয়ানা নিয়ে পলাতক ছিলেন। অপর আসামী ফরহাদ আলীর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা থাকায় তিনি পলাতক ছিল।
বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খাঁন জানান, গ্রেপ্তারকৃতদের রোববার বিকালে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]