বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি সম্মান জানাতে শ্রদ্ধা নিবেদেন করেছেন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিজয় মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের পক্ষে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বকশীগঞ্জ থানা, বকশীগঞ্জ পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বকশীগঞ্জ হাইওয়ে থানা , ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ব্যারিস্টার সামীর সাত্তার সহ বিভিন্ন সামাজিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
উপজেলা প্রেস ক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদনকালে এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত।
সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রেস ক্লাবের পক্ষে সিনিয়র সহসভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, উপজেলা প্রেস ক্লাবের সদস্য মনিরুজ্জামান লিমন, সাংবাদিক রাসেল রানা, আকতার হোসেন উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]