জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার গুনারীতলা ইউনিয়নের চর গোপালপুর গ্রাম থেকে বুধবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয় বলে মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান।
মৃতরা হলেন- ওই গ্রামের কাঠ ব্যবসায়ী হারুন অর রশীদের স্ত্রী মোসলেমা আক্তার শিখা (৩২) ও তাদের ৫ বছর বয়সী ছেলে।
ওসি বলেন, মোসলেমা ও তার ছেলের গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হারুনকে আটক করা হয়েছে।
তবে ঘটনায় কে বা কারা জড়িত তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেন নি এ পুলিশ কর্মকর্তা।
লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সুত্র বিডিনিউজ
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]