জামালপুরে জেলা পুলিশেরর উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪মে) দুপুরে অনুষ্ঠিত অপরাধ সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।
অপরাধ সভায় পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ সকল থানার অফিসার ইন-চার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।
কোরবানির ঈদ কে সামনে রেখে গুরু চুরি রোধ ও গুরু খামারিদের নিরাপত্তা প্রদানে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে মার্চ/২৩ এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে জনাব মাজেদুর রহমান, অফিসার ইনচার্জ, ইসলামপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এসআই হিসেবে জনাব ইশতিয়াক আহমেদ এসআই(নি:), জামালপুর থানা কে পুরস্কৃত করা হয়।
শ্রেষ্ঠ এএসআই এবং ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে এএসআই(নি:) জনাব আলী হোসেন, মেলান্দহ থানাকে পুরস্কৃত করা হয়।
এসময় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ অপরাধ শাখা, সিডিএমএস শাখা, এলআইসি শাখা, কমিউনিটি ও বিট পুলিশিং শাখা কে পুরস্কৃত করা হয়।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]