করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের।
গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার মেডিকা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জি ২৪ ঘণ্টা গণমাধ্যমের এই সম্পাদক।
অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পরিবারের লোকজন জানান, গত ১৪ এপ্রিল তার করোনা ধরা পড়ে। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন। কিন্তু তারপর ফের অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অঞ্জন বন্দ্যোপাধ্যায়ের ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। প্রথমে তাকে ভেন্টিলেশনে তারপরে একমো ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
১৪ এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন অঞ্জন। সেখানে লিখেছিলেন, ‘অবশেষে আমার কাছেও এল। কোভিড পজিটিভ। সতর্কতা হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছি। খুব খারাপ সময় যাচ্ছে। সবাই সাবধানে থাকুন।’
অঞ্জন বন্দ্যোপাধ্যায় তার ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে আকাশ বাংলা, ইটিভি বাংলায় কাজ করেছেন। এর আগেও ২৪ ঘণ্টার সঙ্গে বেশ কিছু বছর কাটিয়েছিলেন তিনি। এরপর আনন্দবাজারের ডিজিটাল বিভাগের দায়িত্বেও ছিলেন তিনি। সেখান থেকে সম্প্রতি জি ২৪ ঘণ্টার দায়িত্ব নেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]