নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরা লিমিটেড এর উদ্যোগে ২ দিন ব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের কনসালটেন্ট চত্বরে হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক
উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর ও হাসপাতালের পরিচালক শেখ নুরুল হুদা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. আসাদুল্লাহ আল গালিব, গ্যাস্ট্রো মেডিসিন বিশেষজ্ঞ মেজর ডাঃ এস এম সালাউদ্দীন, ডেন্টাল বিশেষজ্ঞ ডাঃ স ম ওয়ালিদ উর রহমান।
এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের হিসাব কর্মকর্তা শেখ শরিফুল আওয়াল, মার্কেটিং অফিসার আব্দুল হাকিম, ফজলু রহমান, শারমিন সুলতানা প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল বুলবুল।
উদ্বোধন শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
ক্যাম্পে প্রথম দিন প্রায় ২ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]