২০২৪ সালের রক্তাক্ত জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় আজ সকাল ১০টায় এক হৃদয়স্পর্শী দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার হেড মুহাদ্দিস ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মুহাদ্দিস সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ ইউনুস আলী, সহকারী অধ্যাপক মোবাশ্বেরুজ্জামান, সহকারী অধ্যাপক ওহিদুজ্জামান, সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক রায়হানুল কবির, সহকারী অধ্যাপক মোঃ আওছাফুর রহমান,প্রভাষক মতিয়ার রহমান, সহকারী শিক্ষক আলাউদ্দিন হোসেন, মোঃ আব্দুল হামিদ এবং মোঃ আব্দুল করিম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ যোবায়েরুল ইসলাম। আলোচনা শেষে দেশমাতৃকার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের উদ্দেশ্যে বিশেষ মুনাজাত করা হয়।
বক্তারা বলেন, “২০২৪ সালের গণআন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবেন। শহীদদের আত্মত্যাগ থেকে আমাদের শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকগণ আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, ন্যায়বোধ ও ত্যাগের আদর্শে উজ্জীবিত হয়ে সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]