দীপক শেঠ, কলারোয়া : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩' প্রতিযোগীতায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনিত হয়েছেন রুলী বিশ্বাস ও শ্রেষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়েছেন এইচ,এম রোকনুজ্জামান।
জাতীয় শিক্ষা পদক-২৩' প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক- শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের বাছাই প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারীদের প্রকাশিত ওই নামের তালিকায় কলারোয়া উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তা ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
সাতক্ষীরা জেলা প্রাথিমক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা ব্যাপি শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখার জন্য কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও উপজেলা শিক্ষা অফিসার এইচ, এম রোকনুজ্জামান ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি গৌরবান্বিত। কলারোয়া উপজেলা প্রশাসনের প্রধান কর্মকতা ইউএনও রুলী বিশ্বাস ও প্রাথমিক শিক্ষা অফিসার এইচ, এম রোকনুজ্জামান জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী, স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা,অভীভাবকগণ, সূধীমন্ডলী ও শিক্ষক সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, এ ছাড়া জাতীয় শিক্ষা পদক ২৩' প্রতিযোগীতায় বাছাই কমিটির প্রকাশিত ওই তালিকায় জেলা পর্যায়ে প্রধান শিক্ষক- প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]