জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২২' প্রদান উপলক্ষে সাতক্ষীরা জেলা পর্যায়ের বাছাই প্রতিযোগীতায় সহকারী শিক্ষা অফিসার হিসাবে ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠ হয়েছেন কলারোয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ।
সম্প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই বাছাই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। অন্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, পি,টি,আই সুপার এস,এম রাউফার রহিম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা স্কাউটস'র সাধারন সম্পাদ আবুল বাসার পল্টুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, বাছাই প্রতিযোগীতার কার্যক্রম শেষে জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমীর স্বাক্ষরিত পত্রে জেলার ১৪ টি ক্যাটাগরিতে জেলা পর্যায়ের ১ম স্থান অধিকার লাভ করে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকায় কলারোয়ার অর্জন জেলার শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ কাব শিক্ষক কলারোয়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার ঘোষ।
কলারোয়ার এই সাফল্য অর্জনে উপজেলার শিক্ষক সমাজসহ স্কাউটস'র কর্মকর্তা ও স্কাউটস দলের ছাত্র-ছাত্রীরা আনন্দ প্রকাশ করে শ্রেষ্ঠত্বদ্বয়কে অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]