নিজস্ব প্রতিনিধিঃ আগামী ২৫ শে ফেব্রুয়ারী সাতক্ষীরা জেলা বিএনপির ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্যে কলারোয়া পৌরসভার সাবেক মেয়র সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আক্তারুল ইসলাম (সংসদীয় আসন সাতক্ষীরা-০৩) আশাশুনি ও দেবহাটা থানা বিএনপির নেতৃবৃন্দের সহিত প্রস্তুতি সভা করেছেন।
সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের নিজস্ব বাসভবনে রবিবার সকাল ১০টায় প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক রহমাতউল্লাহ পলাশ।
আশাশুনি ও দেবহাটা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে আক্তারুল ইসলাম বলেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা যদি আমরা মেনে চলতে না পারি, তাহলে দলকে কেমন ভালবাসি? তিনি প্রতিটি মুহুর্তে আমাদের উদ্দেশ্যে সংগঠনকে শক্তিশালী ও জনবান্ধব করে গড়ে তোলার বার্তা দিচ্ছেন। আমরা যেভাবেই হোক তার নির্দেশনা মেনে বিএনপিকে সাতক্ষীরা জেলার জনবান্ধব সংগঠনে পরিণত করবো। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি,আইনশৃঙ্খলার অবনতি,নির্বাচনী রোডম্যাপ,রাষ্টে পতিত ফ্যাসিবাদের চক্রান্ত মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে আগামী ২৫শে ফেব্রুয়ারী শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা বিএনপির ঐতিহাসিক জনসভা সফল করার জন্য আপনাদের সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে।
উপস্থিত ছিলেন দেবহাটা থানা বিএনপির সদ্য সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, কামরুজ্জামান কামু আহবায়ক দেবহাটা যুবদল, আশাশুনি থানা বিএনপির সদ্য সাবেক আহবায়ক হেদায়েতুল্লাহ, সদস্য সচিব তুহিন, ইয়াছিন আরাফাত পলাশ আহবায়ক আশাশুনি ছাত্রদল, হাফিজুল ইসলাম যুগ্ম আহবায়ক আশাশুনি যুবদল, হাবিবুল্লাহ হাবিল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]