কে এম আনিছুর রহমান : আগামী ২৫ ফেব্রুয়ারী সাতক্ষীরার জেলা বিএনপি’র সমাবেশকে সফল করার লক্ষ্যে কলারোয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টার দিকে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বাসভবনের সামনে উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র অন্যতম যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদি।পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদেও বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক,সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন,পৌর বিএনপি সাবেক সহ সভাপতি আখলাকুর রহমান শেলী, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু,সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, এম এ আব্দুর রব শাহিন, আব্দুর রাজ্জাক, শওকাত হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাউদ্দীন পারভেজ, যুবদল নেতা রুহল আমিন খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল সাজু, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মজিদ, রুহল আমিন, আব্দুল মাজেদ, ডা.সিরাজুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, আজিজুর রহমান, রফিকুল ইসলাম, আনিছুর রহমান, ইব্রাহিম হোসেন, ফজলুর রহমান মোল্যা, তাঁতি দলের আহবায়ক আব্দুল জলিল,পৌর বিএনপি নেতা মাগফুর রহমান সাজু, আকবার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৫ ফেব্রæয়ারী সাতক্ষীরা আব্দুর রাজ্জাক পার্কে বিএনপি’র জেলা সমাবেশে কলারোয়া উপজেলা ও পৌরসভাসহ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন থেকে সর্বোচ্চ লোক সমাবেশ ঘটাতে হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]