ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ
"পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যিই জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল-বাকারা আয়াত: ১৬৪।
"হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)বলেন: রাসূল (সা.) ঝড়, মেঘের গর্জন শুনলে বা বিদ্যুৎ চমকাতে দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বি'গদাবিকা ও য়া লা-তুহলিকনা বি'আযা-বিকা ওয়া আ-ফিনা ক্বাবলা যা-লিকা।
অর্থ: হে আমাদের প্রভূ, আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না, আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। সূত্র: (তিরমিজি)।"
আয়েশা (রা.) বলেন, ঝড় উঠলে রাসুল (সা.) এ কথা বলতেন।
"আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খায়রা মা-ফিহা,ওয়া খায়রা মা- উরসিলাত বিহী |ওয়া আ'ঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা-ফীহা,ওয়া শাররি মা-উরসিলাত বিহী।
"" অর্থঃ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এর (এ বাতাসের) কল্যাণ, এর মধ্যে বিদ্যমান কল্যাণ ও এ যা বহন করে এনেছে সে কল্যাণ। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অনিষ্ট এর মধ্যে বিদ্যমান অনিষ্ট এবং যে অনিষ্ট বহন করে এনেছে তা থেকে।
সূত্র: মুসলিম (৯- সালাতুল ইসতিসকা, ৩- তাআওউজ ইনদা রুইয়াতির রীহ) ২/৬১৬।
"বজ্রধ্বনি শ্রবণের দুআ:-সুব‘হা-নাল্লাযী ইউসাব্বি‘হুর রা'অদু বি'হামদিহী ওয়াল মালা-য়িকাতু মিন খিফাতিহী।
অর্থ: পবিত্রতা তার বজ্রধ্বনি তার সপ্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে,ফেরেশতাগণ ও তা-ই করে তার ভয়ে।
"আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) বজ্রধ্বনি শুনলে এ দুআ বলতেন। সূএ: মালিক, আল- মুয়াত্তা-১/২/৯৯২: বোখারী, আল-আদাবুল মুফরাদ ১/২৫২।
"বৃষ্টিপাতের দুআ: আল্লা-হুম্মা,স্বাইয়িবান না-ফি'আন।
অর্থ: হে আল্লাহ কল্যাণময় প্রবল বৃষ্টিপাত প্রদান করুন।
আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) বৃষ্টি দেখলে এ কথা বলতেন। সূত্র: বোখারী (২১- ইসতিসকা, ২২ ইযা আমতারাত) ইবনে হিব্বান-৩/২৮৬।
"আমরা সবাই এই দুআ পড়ি, আর তাত্তবা করি, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ইয়াসের মত ঘূর্ণিঝড়, বজ্রধ্বনি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে হেফাজত করেন, আমীন।
লেখক:
মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী
ইসলামী বক্তা, লেখক ও গবেষক
কলারোয়া, সাতক্ষীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]