সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের সজল ঘোষ নামের একব্যক্তি ২৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়েছে। পুলিশের দাবি তাকে বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে সাতক্ষীরার বাইপাস সড়ক থেকে কাশেমপুর আসার পথে গ্রেপ্তার করা হয়। সে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের বিধু ঘোষের ছেলে।
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আরিফ হোসেন সাংবাদিকদের জানান, সজল ঘোষ একজন চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ি। গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় ২৩ বোতল ফেন্সিডিলসহ। এ ঘটনায় সহকারি উপ-পরিদর্শক আলাউদ্দীন বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]