সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি, মহাশ্মশান মন্দির কমিটির উপদেষ্টা, কলামিস্ট ও প্রবীণ সাংবাদিক মনোরঞ্জন ঘোষ (৬৩) রবিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি পরলোক গমন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে বাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে তার গলায় থাকা মাফলার ভ্যানের চাকায় জড়িয়ে তিনি রাস্তায় পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগিতায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও চার ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তাকে শেষবারের মতো একনজর দেখতে বাড়িতে ছুটে যান ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল উদ্দিন, ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহাশ্মশান মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়দেব ঘোষ, ইউপি সদস্য বিমল চন্দ্র ঘোষ, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, মোমিনুর রহমান সবুজসহ অসংখ্য ভক্তবৃন্দ। তার মৃত্যুতে বিভিন্ন অঙ্গ সংগঠন শোকজ্ঞাপন করেছেন।
সূত্রে. পত্রদূত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]