স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বৃহস্পতিবার ১১ জুলাই সকাল দশটার সময় এই মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনের পর বিচারক মন্ডলী এবং উপস্থিত অতিথিগণ মেলায় অংশগ্রহণকৃত বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলা উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেজুতি, ঝাউডাঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ এস এম শওকত হোসেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র কিউবেটর সুকল্যান বাছাড়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মাহমুদ রানা।
আলোচনা সভা শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণ কৃত বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য এ মেলায় সাতক্ষীরার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]