প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা সদর উপজেলা১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নে মৃত্তিকা সংস্থার আয়োজনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর মোকাবেলায় অবৈধ কলকারখানায় ইটের ভাটা প্রধান সড়কের পাশে অবৈধ বালু ইট খোঁয়া ও কাঠ রাখা বন্ধ ও ব্যবস্থা গ্রহনের দাবীতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ বিকাল ৫ টার সময় ঝাউডাঙ্গা ইউনিয়ন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার সামনে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃত্তিকা সমাজ উন্নয়ন মূলক সেবাদানকারী বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক মোঃ আব্দুস সালাম,উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১১ নং ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,ঝাউডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সদর উপজেলা যুবলীগের সহ সভাপতি শেখ আঃ খালেক,১ নং ওয়ারিয়া ওর্য়াডের ইউপি সদস্য ইদ্রিস আলী, ওয়ারিয়া ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শিপন প্রমুখ। বক্তব্য বলেন জলবায়ু পরিবর্তনের ফলে আমরা ঝুকিতে আছি কলকারখানার কালো ধোঁয়া অবৈধ ইটের ভাটা রাস্তার পাশে অবৈধ বালু রাখা বন্ধ করার দাবী ও জানান,। জলবায়ু পরিবর্তনের কারন টেকসই উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বড় হুমকিগুলোর মধ্যে একটি হলো জলবায়ু পরিবর্তন। তবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সমৃদ্ধি, নিরাপত্তা এবং সবার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার সুযোগ রয়েছে। এ ছাড়া উপস্থিত ছিলেন বাবলু, রাসেল, রিফাত, শামসুল আরেফিন ইমন, সাব্বির, শামীম, ইকরামুল, জয়, প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মৃত্তিকা ইয়ুথ লেডার ইসমাইল হোসেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]