“কাজ করবো এক সাথে, জয় করবো মানবতাকে” এই স্লোগান কে সামনে রেখে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার খাট বাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৩ এপ্রিল ঈদুল ফিতরের পরের দিন দ্বিতীয় বারের মত এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে মেডিসিন, অর্থোপেডিক্স, দন্ত রোগ, গাইনী, নাক কান গলা, শিশু রোগ ও চক্ষু রোগের অভিজ্ঞ ১০ জন এমবিবিএস ডাক্তার দ্বারা বিনামূল্যে চিকিৎসা সেবা, ফ্রি ঔষধ সরবরাহ, বিনামূল্যে চশমা প্রদান, ডায়াবেটিস পরীক্ষা সহ অন্যান্য সেবা দেওয়া হয়।
সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে প্রায় পাঁচ শতাধিক রোগী তাদের বিভিন্ন রোগের সেবা গ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- শেলটেক গ্রুপের জেনারেল ম্যানেজার ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাবেক পরিচালক ইন্জিনিয়ার আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ।
সভাপতিত্ব করেন- আয়োজক কমিটির সভাপতি ও শার্শা ডিএসটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
এসময় উপস্হিত ছিলেন- বিজিবি সদস্য মোঃ কবির কামরুল হাসান, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ আলতাপ হোসেন, মোঃ আবুল হাশেম, মোঃ ফজর আলী, মাষ্টার মোঃ রমজান আলী, মাষ্টার মোঃ আব্দুস সালাম, মোঃ রহম উদ্দীন, হিমেল।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন- মোঃ ওলিয়ার রহমান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]