খুলনা বিভাগে করোনা পরিস্থিত অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার জেরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রসাশন করোনার বিস্তার রোধে কঠোর অবস্থানে ।
বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে দেখা যায়, ঝিকরগাছায় প্রবেশের সব কয়টি প্রবেশ মুখে পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন অজুহাতে বাজারে প্রবেশের চেষ্টাকারী জনসাধারণকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনকি কোন ধরণের ভ্যান, ইজিবাইক বাজারে প্রবেশ করতে পারছেনা। জরুরী সেবাদান কাজে ব্যবহৃত মোটরসাইকেল বাজারে প্রবেশের ক্ষেত্রেও যথাযথ কারণ দেখাতে হচ্ছে।
পুলিশের বাধার মুখে যানবাহন প্রবেশ করতে না পারায় সকাল থেকে বাজারের ব্যাগ হাতে অনেককে পায়ে হেটে বাজারে প্রবেশ করতে দেখা গেছে।
এদিকে চোর পুলিশের খেলা বন্ধে সকাল থেকে উপজেলা প্রসাশন ঝিকরগাছার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকের সাহায্যে সকলকে সতর্ক করেন। যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বেচ্ছাচারীতার চেষ্টা করবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল হক ।
জনসচেতনতায় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]