যশোরের ঝিকরগাছা শংকরপুরে দ্রুতগতির ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নামে দুই বছরের শিশু নিহত হয়েছে।
শনিবার সকালে বাগআঁচড়া-বাঁকড়া সড়কের উলাকোল বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ হাসান উলাকোল বাজারের মুদি ব্যবসায়ী নাজমুল হাসানের ছেলে।
প্রত্যক্ষদর্শির সুত্রে জানা যায়, নাহিদ হাসান সকালে তার পিতার মুদি দোকানের সামনে খেলা করছিলো।
এর এক ফাঁকে সে বাড়িতে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলো এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রলি তাকে ধাক্কা দিলে নাহিদ হাসান গুরুতর আহত হয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয়রা যশোর নেওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
১০ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন ট্রলির ধাক্কায় নাহিদ হাসান নিহতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, নাহিদ হাসানেন মৃত্যুতে পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]