অভাবের সংসারে কিছু বাড়তি আয়ের আশায় নৈশপ্রহরীর কাজ করতেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেড়েলী গ্রামের আব্দুস সামাদ (৭০)।
রোববার ভোর রাতে ঝিকরগাছা বাজারের রাজাপট্টি এলাকার অটো ইলেক্ট্রিক্যাল ওয়ার্কশপ ব্যাটারীর দোকানে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের নির্মম অত্যাচারে প্রাণ হারান তিনি। শুধু তাকে হত্যা করেই শান্ত হয়নি ডাকাত দল। সেই সাথে আরও তিন নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে আটকিয়ে রাখা সহ করা হয়েছে অমানুষিক নির্যাতন।
প্রাপ্ত তথ্যমতে, অস্ত্রের মুখে জিম্মি করে ২৫ টি বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারী নিয়ে যায় ডাকাত দল। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা।এছাড়াও পাশের মিজান ট্রেডার্সের ২ তলার ক্লাপসিবলগেটের ২ তালা, শাওন ফার্নিচার দোকানের তালা এবং সানভিকা এন্টারপ্রাইজ ব্যাটারীর দোকানের তালা কেটেছে ডাকাতদল।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, রাত আনুমানিক তিনটার দিকে খবর পেয়ে পৌর এলাকার রাজাপট্টিতে আমরা পৌছায়। সেখানে নৈশ প্রহরীদের একজন আব্দুস সামাদ (৭০) কে অচেতন অবস্থায় পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আসামীদের ধরতে পুলিশের সকল ইউনিট তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ওসি সুমন ভক্ত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]