যশোরের ঝিকরগাছায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার কিছু সময় পরে পুরাতন কলেজ রোডের কামাল বেডিং হাউজে আগুন লাগে।
একই সময়ের আগুনে পাশের সরদার হোটেল এন্ড রেস্টুরেন্টের আংশিক পুড়ে গেছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ২৫ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ২৪ সদস্যের ইউনিট দীর্ঘ ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে অগ্নিকান্ডের ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং পৌর এলাকার একাংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র সাব-অফিসার আব্দুর রউফ জানান, অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটতে পারে।
তিনি বলেন, আমরা খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে চলে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]