বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বের ন্যয় যশোরের ঝিকরগাছা উপজেলার মানুষের ভোগান্তীর পর ভোগান্তী যেন কিছুতেই শেষ হচ্ছেনা।
করোনা ভাইরাসের কারনে ব্যবসা বাণিজ্য তেমন প্রসার লাভ না করলেও বেশ কিছুদিন ধরে ভাইরাসের প্রকোপ কিছুটা হ্রাস পেলেও শুক্রবার মুদি দোকান বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন দোকান মালিক ও জনসাধারণ।
একাধিক সূত্রে জানা যায়, ঝিকরগাছা বাজার মুদিখানা মালিক সমিতির কোন বৈধ রেজিস্ট্রেশন নেই। তাঁর পরেও তারা তাদের স্বেচ্ছাচারীতায় জনগণের ভোগান্তী সৃষ্টি করছে বলে অনেকের অভিযোগ। একই সাথে লকডাউনে সৃষ্ট ক্ষতির কিছুটা কাটিয়ে উঠার সুযোগ পাচ্ছেন না ছোট থেকে বড় ধরণের মুদি দোকানী ও ব্যবসায়ীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারী কর্মকর্তা বলেন, ‘শুক্রবার আমাদের ছুটির দিন থাকে। সারা সপ্তাহের প্ল্যান থাকে শুক্রবারে সমস্ত বাজার করবো। কিন্তু এই পরিস্থিতিতে আমাদের হতাশ হতে হয়। বাধ্য হয়ে পাশের বিভিন্ন বাজারে অবস্থান নিতে হয়। যেটা আমাদের জন্য অত্যন্ত সঅময় সাপেক্ষ এবং ব্য্যবহুল ব্যাপার। আমরা স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যম দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান চায়’।
এছাড়াও বিভিন্ন দোকান মালিকদের একই অভিযোগ দ্রুত যেন এই সমস্যার সমাধানে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রসাশন হস্তক্ষেপ করে তাহলে বর্তমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গর্বিত অংশীদার হওয়ার সুযোগ পাবো।
এসকল অভিযোগের ভিত্তিতে ঝিকরগাছা মুদিখানা মালিক সমিতির সভাপতি সন্তোষ ঘোষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]