যশোরের ঝিকরগাছায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিস, উপজেলা ডাক বিভাগ, বিটিসিএল, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, সরকারি ও বেসরকারি মোবাইল ফোন অপারেটরসমূহের বাস্তবায়নে সারাদিনব্যাপী উপজেলা পরিষদের উন্মুক্ত মঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের ডিজিএম টিএম মেসবাহ উদ্দিন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সহকারী প্রোগ্রামার আহসান কবির, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঝিকরগাছা জোনাল অফিসের এজিএম মোঃ রুবেল রানা, এমএসসি এসএম জাহিদুল ইসলাম, মিটার টেষ্টিং সুপারভাইজার তপন কুমার মন্ডল, এলটি আশরাফুল ইসলাম, উপজেলা ডাক বিভাগ, বিটিসিএল, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর, সরকারি ও বেসরকারি মোবাইল ফোন অপারেটরসমূহের নেতৃবৃন্দ সহ আরো অনেক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]