যশোরের ঝিকরগাছায় ৯২ টি ভূমি ও গৃহহীন পরিবারে মাথা গোজার ঠাঁই হয়েছে স্থায়ী জমি ও ঘর প্রাপ্তির মধ্য দিয়ে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সারাদেশের সাথে একযোগে ঝিকরগাছা উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে ৯২ টি ঘর ও জমির কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। এদিন গণভবন থেকে একযোগে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেন, ‘আগের দিনের মতো গৃহহীন ও ভূমিহীনদের আর গাছ তলায় থাকা লাগবেনা। যাদের মাথা গোজার যায়গা নেই তাদের জন্য একমাত্র আওয়ামী লীগ সরকার'ই চিন্তা করেছে এবং বাস্তবায়ন করেছে এবং করছে। পর্যায়ক্রমে সকল গৃহহীন ও ভূমিহীনদের এ কার্যক্রমে অন্তর্ভূক্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম , পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশাউপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসান , উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. সেলিম রেজা , মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রধান প্রকোশলী শ্যামল কুমার বসু, উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা শুভাগত বিশ্বাস প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]