যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন বলেছেন, ‘জনগণের উন্নয়নমূলক কাজ জনগণকে বুঝে নিতে হবে। কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে সকলে দুর্নীতি প্রতিরোধে একসাথে কাজ করতে হবে।’
বুধবার (১ ডিসেম্বর) ঝিকরগাছা পৌরসভার মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামালের সভাপতিত্বে ২০ কোটি ৫৪ লক্ষ ৮৭ হাজার ৩শত ৯৮ দশমিক আট ছয় এক পয়সা ব্যয়ে পৌর উন্নয়ন কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]