ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ঝিকরগাছা শংকরপুরের ফেরীঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আসর নামাজ আদায় শেষে কুলবাড়ীয়া বিকে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গন থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফেরীঘাটে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ।
বিক্ষোভ মিছিলে এ সময় সবার মুখে ছিল একই শ্লোগান ম্যাক্রোঁর দুই গালে জুতা মারো তালে তালে, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো, ‘ফ্রান্সের পণ্য বর্জন করো/ফ্রান্সের প্রেসিডেন্ড ম্যাক্রোর চামড়া তুলে নিব আমরা, ইহুদির দালালেরা হুশিঁয়ার সাবধান।
বক্তারা ফ্রান্সের পন্য সরকারি ভাবে বর্জনের আহব্বান করেন।
এ সময় মাওলানা হাবিবুর রহমান, মিজানুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, মাও. শহিদুল ইসলাম, আব্দুর রহিম পশারী, মোখলেছুর রহমান রিন্টুসহ সাধারণ মুসল্লি ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]