রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠল বিপিএলের সিলেট পর্বের। আজ দিনের প্রথম ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রংপুর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
চোখের সমস্যার কারণে চলতি বিপিএলে দুই ম্যাচ খেলে সিঙ্গাপুরে গিয়েছিলেন সাকিব। চিকিৎসা শেষে দেশে ফিরে গতকালই সিলেটে দলের সঙ্গে যোগ দেন তিনি। আজ নেমে পড়লেন মাঠে। ‘দুটি পাতা একটি কুড়ির দেশে’ বিপিএল উত্তাপ আরও বাড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের অংশগ্রহণ।
রাইডার্স শিবিরে সাকিব ছাড়াও আছেন আরও এক মেগাস্টার বাবর আজম। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের ব্যাটে সর্বশেষ ম্যাচে সিলেটের বিপক্ষে জয় পেয়েছিল রংপুর।
এদিকে, প্রতিপক্ষ খুলনা টাইগার্সও আছে দারুণ ছন্দে। এনামুল হক বিজয়ের নেতৃত্বে টানা ২ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তারা। আফিফ, জয়, এভিন লুইস, শাই হোপ, মোহাম্মদ ওয়াসিম, দাশুন শানাকাদের নিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের শক্ত দল খুলনা।
রংপুর রাইডার্স একাদশ
রনি তালুকদার, ব্রান্ডন কিং, বাবর আজম, শামীম হোসেন, সাকিব আল হাসান, মোহাম্মদ নবি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মাহমুদ, মাহেদী হাসান, আজমতউল্লাহ ওমরজাঈ ও রিপন মন্ডল।
খুলনা টাইগার্স একাদশ
এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শুনাকা, হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম ও নাসুম আহমেদ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]