বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে অসংখ্য রেকর্ড। শ্রীলংকার বিপক্ষেও অনেক রেকর্ড গড়া হয়েছে। কিন্তু লংকানদের বিপক্ষে একটি রেকর্ড এখনো নিজেদের করে নিতে পারেননি টাইগাররা। সেটি হলো ওয়ানডে সিরিজ জয়। প্রায় ১৯ বছর ধরে শ্রীলংকার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলে আসছে বাংলাদেশ। বর্তমানে নবম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে দুই দল। ২০০২ সালের আগস্ট থেকে খেলে আসা গত আটটি সিরিজের মধ্যে একটিতেও জয়ের রেকর্ড নেই বাংলাদেশের।
অবশ্য দুটি সিরিজে ড্র করার গৌরব রয়েছে। এবার লংকানদের প্রথম ওয়ানডে সিরিজ জয়ের অপেক্ষা। আজ দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের হারাতে পারলেই নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ। কেননা প্রথম ওয়ানডেতে ৩৩ রানের জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে লাল-সবুজের জার্সিধারীরা। আজ আরেকটি সাফল্য হাতছানি দিচ্ছে তাদের।
শ্রীলংকার বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ ম্যাচে দুটি পরিবর্তন হয়েছে।
চূড়ান্ত একাদশ থেকে বাদ পড়েছেন মিঠুন। দ্বিতীয় ওয়ানডের একাদশে তার পরিবর্তে নেয়া হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন।
অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি। নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন এই অলরাউন্ডার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]