যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, দূর্যোগে ক্ষতিগ্রস্থ এবং দরিদ্র জনগণের মাঝে টিন ও চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের মুক্তমঞ্চে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল হকের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দীন বলেন, ‘টাকার জন্য ঝিকরগাছা- চৌগাছার কোন উন্নয়ন মূলক কার্যক্রম পিছিয়ে পড়বে না।
মানুষের ৫ টি মৌলিক চাহিদা পূরনে আমরা সর্বদা চেষ্টা করে যাচ্ছি। কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, টাকার অভাবে পড়ালেখা করতে পারছেনা বা যারা পড়াশনায় ভালো তাদের অনুপ্রেরণা যোগাতে আমরা পর্যায়ক্রমিক ভাবে অথবা ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে আসছি এবং পরবর্তীতে তা অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী সহ স্থানীয় নেতৃবৃন্দ ।
এদিন উপজেলায় ৮০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সর্বমোট ৩,৭৬,০০০ (তিন লক্ষ ছিয়াত্তর হাজার) টাকা অনুদান দেওয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]