নগদ অর্থের সঙ্গে সোনাদানাসহ সাধের খাটটি নিয়েও পালায় চোর। এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়া এলাকায়। বাদ পড়েনি শিমুলতুলার গদিও। রাজনৈতিক কারণেই এমন চুরি হয়েছে বলে ধারণা করছেন অনেকে।
শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বাড়িতে ঢুকেই মাথায় হাত পেশায় রেলকর্মী অলোককুমার যাদবের। বিষয়টি নিয়ে চক্ষু চড়কগাছ চুঁচুড়া থানার আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দাদের।
আকনা নতুনপাড়া এলাকার বাসিন্দা গৌরী ঘোষের বাড়িতে ভাড়া থাকেন অলোক। ২৩ ডিসেম্বর থেকে কলকাতায় আয়োজিত একটি মেলা উপলক্ষে সেখানেই রয়েছেন গৌরী। বছরের শেষ দিনে রাতে ডিউটিতে যান অলোক। শনিবার বিকেলে বাড়ি ফিরে অলোক দেখেন সদর দরজায় তালা নেই। ঘরের ভেতরে ঢুকে দেখেন আলমারি খোলা। আলমারির ভেতর নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ প্রায় আড়াই লাখ টাকার সোনার গয়না নেই। সবচেয়ে বড় কথা, ঘরের বিছানাসহ গোটা খাটটিই উধাও! ঘটনার তদন্তে নামে পুলিশ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]