মহামারি করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল টাঙ্গাইলের করটিয়া শাড়ি কাপড়ের পাইকারি হাট। কিন্তু বর্তমানে চালু হলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা নেই শাড়ির হাটে।
এর ফলে প্রতিটি শাড়ি ২শ থেকে ৩শ টাকা কম মূল্যে বিক্রি করতে হচ্ছে। তবে পোশাক শিল্পের মতো তাঁত শিল্পেও সরকারি প্রণোদনার দাবি সংশ্লিষ্টদের।
একদিকে করোনায় হাট বন্ধ ছিলো অপরদিকে ভয়াবহ বন্যায় তাঁত পল্লীর অধিকাংশ ঘরে পানি প্রবেশ করে মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এছাড়াও অবিক্রিত লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে রয়েছে তাঁতী এবং ব্যবসায়ীরা। তাই বর্তমানে এ শিল্প বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি জানিয়েছে হাট ব্যবসায়ী মালিক সমিতি ও তাঁত মালিকদের।
করটিয়া কাপড়র হাট ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক মো. শাহজাহান আনসারী জানান, যদি তাঁতীদের সরকারি প্রনোদনা না দেওয়া হয় তাহলে এই ঐতিহ্য আর টিকে থাকবে না।
ব্যবসায়ীরা বলেন, করোনার আগে প্রতিহাটে ২শো থেকে ৩শো কোটি টাকার শাড়ি বিক্রি হলেও বর্তমানে হচ্ছে মাত্র ৫০ কোটি টাকার শাড়ি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]