কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে সৌদি আরবের মক্কায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। নাগরিকরা ঘর থেকে বের হতে পারছেন না।
আজ বুধবার ‘এন সৌদি আরাবিয়া নিউজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, দক্ষিণাঞ্চলে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভয়াবহ বন্যার সৃষ্টি হওয়ায় সাধারণ জনজীবন ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত চলছেই।
অগ্রীম পূর্বাভাসে, আগামী রোববার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে জানিয়েছে সৌদির ন্যাশনাল সেন্টার ফর মেটেওরোলজির।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]