বাংলাদেশে দুর্নীতি ও ব্রিটেনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে গেল কিছুদিন তীব্র সমালোচনার পর মঙ্গলবার পদত্যাগ করেছেন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি, ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক।
তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
টিউলিপের বিরুদ্ধে দুর্নীর্তির অভিযোগ ও তার পদত্যাগের বিষয়ে এক বিবৃতি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যেখানে তিনি উল্লেখ্য করেছেন, টিউলিপের পদত্যাগ মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামীতে টিউলিপের জন্য ফেরার দরজা খোলা আছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময়, আমি এটাও পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি।’
কিয়ার স্টারমার আরও বলেন, ‘আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্ব-রেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’
টিউলিপ সিদ্দিকের জায়গায় বসলেন যিনি
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির গুরুত্বপূর্ণ এমপি এবং দেশটির ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়। টিউলিপ সিদ্দিক পদত্যাগ করায় গুরুত্বপূর্ণ এই বিভাগটিতে শূন্যতা তৈরি হয়েছিল। অবশ্য সেই শূন্যতা দ্রুতই পূরণ করেছে লেবার পার্টি। টিউলিপের জায়গায় প্রতিস্থাপন করা হয়েছে এমা রেনল্ডসকে।
এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ‘মন্ত্রিত্বের কোডের কোন লঙ্ঘন হয়নি।’
এর আগে একটি বিবৃতিতে সিদ্দিক দাবি করেছেন, তিনি ‘সম্পূর্ণ স্বচ্ছতার সাথে’ কাজ করেছেন। তবে তিনি এখন ট্রেজারির অর্থনৈতিক সচিব হিসাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ এই ভূমিকা অব্যাহত রাখলে সরকারের মধ্যে ক্ষোভ সৃষ্টি হতে পারে এবং সরকারের জন্য চাপের হবে।
এদিকে সিদ্দিককে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনার পদত্যাগপত্র গ্রহণ করার সময়, আমি এটাও পরিষ্কার করতে চাই যে স্বাধীন উপদেষ্টা হিসাবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করেছেন যে তিনি মন্ত্রিত্বের কোডের কোনো লঙ্ঘন খুঁজে পাননি এবং আপনার পক্ষ থেকে আর্থিক অসঙ্গতির কোনো প্রমাণ পাননি।’
‘আমি স্বাধীন উপদেষ্টার কাছে স্ব-রেফার করার জন্য এবং তথ্য প্রতিষ্ঠার সাথে আপনার সম্পূর্ণ সহযোগিতার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি কৃতজ্ঞ যে ব্রিটেনকে পরিবর্তন করার জন্য আমাদের এজেন্ডা প্রদান থেকে চলমান বিভ্রান্তির অবসান ঘটাতে, আপনি একটি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং এটি পরিষ্কার করতে চান যে আপনার সামনে এগিয়ে যাওয়ার দরজা খোলা রয়েছে।’
এদিকে সিদ্দিকের বদলি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এমা রেনল্ডসকে। রেনল্ডস, উইকম্বের এমপি। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে নির্বাচিত হওয়ার আগে ২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে একজন এমপি ছিলেন তিনি। ট্রেজারি ও নগর বিষয়ক মন্ত্রী পদে নিয়োগের আগে তিনি পেনশন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]