জাতীয় টেক্সটাইল দিবস ২০২০ উপলক্ষে নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে অনলাইনভিত্তিক ‘টেক্সটাইল কুইজ কনটেস্ট’।
এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করে ২২৬ জন শিক্ষার্থী। ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয় ওই কুইজ প্রতিযোগিতা।
এই প্রতিযোগীতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন ইমরান হোসেন, হাদিউল ইসলাম ও ইয়াজ মাহমুদ আজাদ।
এছাড়া, শীর্ষ বিশ প্রতিযোগীকে বিশেষ ই-সার্টিফিকেট দ্বারা পুরষ্কৃত করা হবে।
জাতীয় টেক্সটাইল দিবস উপলক্ষে আয়োজিত এই কুইজ কনটেস্ট শিক্ষার্থীদের মধ্যে দারুণ উদ্যোম সৃষ্টি করেছে বলে মনে করেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
এসময় টেক্সটাইল বিভাগের প্রধানসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের এসিসটেন্ট ডিরেক্টর নুরুজ্জামান ফারাবি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]