বহু দাপটে আর অহংকারে ভরা ছিলো ডোনাল্ড ট্রাম্প। আর এই অহংকার ভেঙ্গে গিয়েছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যাবধানে হারার মাধ্যমে। হারার শোক সইতে না সইতে এবার ভাঙতে যাচ্ছে ট্রাম্পের পরিবারও।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এবং ইভিনিং স্ট্যান্ডার্ড দাবি করেছে, ট্রাম্পকে তালাক দিতে সময় গুনছেন মেলানিয়া ট্রাম্প। হোয়াইট হাউজ থেকে বের হওয়ার পর থেকেই এই চিন্তা করছেন তিনি।
হোয়াইট হাউজের দু’জন সাবেক উপদেষ্টার বরাত দিয়ে এক প্রতিবেদনে ডেইলি মেইল ও ইভিনিং স্ট্যান্ডার্ড জানান, হোয়াইট হাউজ থেকে বের হয়ে যাওয়ার জন্য দিন গুণছেন তিনি।ট্রাম্পের সাবেক সহযোগী ওমারোসা ম্যানিগল্ট নিউম্যান ডেইলি মেইলকে জানিয়েছেন, ট্রাম্প দম্পতির ১৫ বছরের বিবাহিত জীবন শেষ।
এদিকে, আরেক সাবেক সহযোগী স্টেফানি ওলকফ দাবি করেন, ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পের দাম্পত্য জীবন মূলত ‘বাণিজ্যিক লেনদেনভিত্তিক’। স্টেফানির দাবি, বিবাহ বিচ্ছেদের পর ট্রাম্পের সম্পত্তির কতটুকু অংশ তিনি ও তাদের ছেলে ব্যারন ট্রাম্প পাবেন তা নিয়ে আগেই ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন মেলানিয়া।
প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্পকে তালাক দিলে ক্ষমতার জোরে মেলানিয়াকে শাস্তি দিতে পারেন ট্রাম্প। এমন আশঙ্কায় হোয়াইট হাউজ থেকে বের হওয়ার অপেক্ষায় মেলানিয়া।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]