ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খানের (৭২) দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১ টায় তালার ঘোনা গ্রামে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়।
তিনি সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোন গ্রামের মৃত কুড়োন খাঁর ছেলে।
অধ্যাপক আবদুর রহিম খানের মেঝো ভাইয়ের স্ত্রী নাজমা বেগম জানান, তার শশুরের তিন ছেলে তিন মেয়ে মধ্যে অধ্যাপক আবদুর রহিম খান ছিল বড় ছেলে। মৃত্যুকালে তিনি এক স্ত্রী,তিন বোন, চার ভাইজি,১ ভাইপো সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের নলছাটা এলাকায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাবি’র প্রাক্তন অধ্যাপক ও তাঁর স্ত্রী অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিবের প্রাইভেট কারে ধাক্কা দেয়।
এ সময় প্রাইভেট কারটি উড়ে গিয়ে পাশের একটি খাদে পড়ে।
পরে স্থানীয় লোকজন প্রাইভেট কারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আবদুর রহিম খান, তাঁর স্ত্রী যুগ্ম-সচিব (স্বেচ্ছা-অবসরে) দিল জুয়ারা খানম ও চালক সোলেমানকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখাইে মারা যান অধ্যাপক আবদুর রহিম খান।
নিহত আবদুর রহিম খান ও স্ত্রী দিল জুয়ারা খানম রাজধানীর মিরপুরে থাকতেন।
অন্যদিকে আহত গাড়িচালক সোলেমানের বাড়ি বরিশালের উজিরপুর থানার হাবিবপুর গ্রামে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]