বেনাপোলের কাগজপুকুর এলাকায় ট্রেনে কাটা পড়ে কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের কাপড় ব্যবসায়ী আলী হোসেনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ( ২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ।
নিহত আলী হোসেন (৪০) কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারের পার্শ্ববর্তী বাকসা গ্রামের মৃত রমজান আলী চৌকিদারের সেজ ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা 'বেনাপোল এক্সপ্রেস' নামের ট্রেনেটি কাগজপুকুর এলাকায় পৌঁছলে আলী হোসেন ট্রেন লাইনের ওপর শুয়ে পড়েন। এ সময় ট্রেনটি তার শরীরে ওপর দিয়ে চলে যায় ফলে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় রেলওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা ( নাভারন) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আমরা খবর পাই কাগজপুকুর বাজারের একটু সামনে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে।
রেলওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]