রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রাজনৈতিক কর্মসূচির নামে রেলে সহিংসতা মেনে নেয়া যায় না। যাত্রীবেশে ট্রেনে ওঠে নাশকতা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুনের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
রেলমন্ত্রী বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নিরাপদ রেলযাত্রাকে অস্থিতিশীল করা হচ্ছে৷ গত ২৮ অক্টোবর বিএনপি ও তাদের সমমনা দলগুলো যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে এ সময়টায় রেল সম্পর্কিত সহিংসতা বাড়ছে৷ রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে হুমকি তৈরি করেছে। এটা গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার ভোরে বিমানবন্দর স্টেশন থেকে ট্রেনটি কমলাপুর যাওয়ার পথে তেজগাঁও রেলস্টেশনে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ক্ষতিগ্রস্ত হয় তিনটি বগি। একটি বগি থেকে উদ্ধার করা হয় শিশু ও নারীসহ চার জনের মরদেহ।
ঢাকা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, যাত্রীবেশে নাশকতাকারীরা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]