ঠাকুরগাঁওয়ে পুকুর খননকালে প্রাচীন আমলের চার কেজি ৬০ গ্রাম ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে মূর্তিটি পাওয়া যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি তানভিরুল বলেন,‘বেগুনবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে পুকুর খননকালে প্রাচীন আমলের কালো রংয়ের পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এটি আদালতে জমা দেয়া হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]