আচ্ছা এমন পাখি দেখেছেন কখনও, যা ডানা না ঝাপটিয়ে ঘণ্টার পর ঘণ্টা উড়তে পারে? ভাবছেন গল্পকথা! একেবারেই নয়।
সম্প্রতি একটি গবেষণায় সামনে এসেছে বিশ্বে বিশ্বের বৃহত্তম উড়ন্ত পাখির কথা। যা বাতাসের কারেন্টকে কাজে লাগিয়ে ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়তে পারে ডানা একবারও না ঝাপটে।
অ্যান্ডিয়ান কনডোর পাখির ডানা ১০ ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে এবং তার ওজন প্রায় ৩৩ পাউন্ড।
বর্তমানে এটিই বিশ্বের একমাত্র জীবিত সবচেয়ে ভারী পাখি।
এই প্রথম এক দল বিজ্ঞানী আটটি কনডোর পাখির শরীরে রেকর্ডিং যন্ত্র daily diaries লাগিয়ে দিয়েছিলেন প্যাটাগোনিয়ায়। ২৫০ ঘণ্টার ফ্লাইট টাইমে পাখিদের উইংবিট ধরতেই এই যন্ত্রের ব্যবহার করেছিলেন বিজ্ঞানীরা। সামনে এসেছে অবাক করে দেওয়া মতোই তথ্য।
আটটির মধ্যে একটি পাখি টানা পাঁচ ঘণ্টার উড়ানে ১৬০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল একবারও ডানা না ঝাপটে।
ওয়েলস-এর সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের বায়োলজিস্ট এবং এই গবেষণার কো-অথার এমিলি শেপার্ড জানিয়েছেন, ‘কনডোর পাখি এক্সপার্ট পাইলট এটা জানা ছিল, কিন্তু তাদের দক্ষতাও যে আকাশছোঁয়া সেটা বুঝতে পারিনি।
এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে সোমবার প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল আকাডেমি অফ সায়েন্সেস-এর একটি জার্নালে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]