চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করেছেন ভারতের ইশান কিশান। ১৩১ বলে ২টি বাউন্ডারি ও ১০টি ওভার বাউন্ডারিতে ২১০ রানের ইনিংস খেলেন তিনি।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ডাবল-সেঞ্চুরি করেই রেকর্ড বইয়ে নাম তুলেছেন কিশান। ১২৬ বলে দ্রুততম ডাবল-সেঞ্চুরি করে বিশ্বরেকর্ডের মালিক হলেন এই বাঁ-হাতি ব্যাটার। দ্রুততম ডাবল-সেঞ্চুরির আগের রেকর্ড ছিলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৩৮ বলে ডাবল-সেঞ্চুরি করেছিলেন গেইল। ঐ ম্যাচে ১৪৭ বলে ২১৫ রান করেছিলেন গেইল।
ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসটি ডাবল শতকে রুপ দেয়া প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন কিশান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিলো জিম্বাবুয়ের চার্লস কভেন্ট্রির। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে বুলাওয়েতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংসে অপরাজিত ১৯৪ রান করেছিলেন কভেন্ট্রি।
সর্ব কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল-সেঞ্চুরি করেছেন কিশান। আগেরটি ছিলো ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মার। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৬ বছর ১৮৬ দিনে ডাবল-সেঞ্চুরি করেছিলেন রোহিত। আজ ২৪ বছর ১৪৫ দিনে ডাবল-সেঞ্চুরি করলেন কিশান।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন কিশান। আগেরটি ছিলো জিম্বাবুয়ের কভেন্ট্রির।
বাংলাদেশের মাটিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়লেন কিশান। আগেরটি ছিলো অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের।
ভারতীয় ইনিংসের ৩৫তম ওভারের শেষ বলে ডাবল-সেঞ্চুরির করেন কিশান। ইনিংসে দ্রুত ডাবল-সেঞ্চুরিতে আগেরটি ছিলো বিরেন্দার শেবাগের। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ দশমিক ৩ ওভারে দ্বিশতক করেছিলেন শেবাগ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]