বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
সোমবার ‘সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে’ ময়মনসিংহ মহানগর বিএনপি’র বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটির কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দেয়া তালিকায় নাম ছিলো সদ্য শপথ নেয়া প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। এরই প্রেক্ষিতে কয়েকজন আওয়ামীলীগ নেতা বলেন, বিএনপি নাম জমা না নিলেও ডা.জাফরুল্লাহ চৌধুরীর দেয়া নাম-ই বিএনপির নাম। এনিয়ে ধোয়াশার মধ্যে মিস্টার চৌধুরী সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বিএনপির কেউ নন বলে জানান। বলেন, বেগম খালেদা জিয়া তাকে বিএনপিতে যোগ দিতে বলেছিলেন, তবে তিনি দেন নি।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপি ঘনিষ্ট বুদ্ধিজীবী বলে অনেকে মনে করেন। তবে সমালোচনার নিরিখে তিনি বিএনপিকেও ছাড় দেন না।
এবার একই বিষয়ে মুখ খুললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি স্পষ্ট জানালেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বেঈমানি করেছে। তারা বলেছে ঘরে ঘরে চাকরি দেবে। চাকরি দিয়েছে? সংবিধান লঙ্গন করে জনগণকে কৃতদাসে পরিণত করা হয়েছে। দেশে আজ অনেক টিভি চ্যানেল, কিন্তু কথা বলার স্বাধীনতা নেই।’
সমাবেশে মির্জা ফখরুল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিন্দা জানান।
তিনি বলেন, ‘কৃষক তার উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না। আমরা মুক্তিযুদ্ধে লড়াই করেছিলাম কারণ আমরা এমন একটি দেশ তৈরি করতে চেয়েছিলাম যেখানে কোনো বিভেদ থাকবে না। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ধ্বংস করছে। শুধু নিজেরা বড়লোক হচ্ছে। তারা নিজেরা নিজেদের পকেট ভারি করছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]