ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিক্যাব) ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার সন্তান ও দৈনিক আমাদের সময়ের কূটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুন। এজন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সদস্যরা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকালে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের এক প্রেস বিজ্ঞিপ্ততে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ, সিনিয়র সহ-সভাপতি শামছুর রহমান লাল্টু, সাধারণ সম্পাদক এমএ আজিজ, যুগ্ন সাধারণ সম্পাদক মোজাফ্ফর হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, অর্থ সম্পাদক মোস্তফা হোসেন বাবলু, দপ্তর সম্পাদক তাজ উদ্দিন আহমদ (রিপন), প্রচার সম্পাদক ফারুক হোসেন রাজ, ক্রীড়া সাংস্কৃতি ও সাহিত্য সম্পাদক আরিফুল হক, নির্বাহী সদস্য গোলাম রসুল, রেজা ওয়ান উল্লাহ, মোর্তোজা হাসানসহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]