সাতক্ষীরাকে ডিজিটাল জেলা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) উদ্যোগে সংগঠনটির প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসনের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮ টায় অনুষ্ঠিত এই ভার্চুয়াল মতবিনিময় সভাটি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ সম্প্রচার করা হয়। জাপান-বাংলাদেশ রোবটিক্স এন্ড এডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টারের (জেবিআরএটিআরসি) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল।
এছাড়াও অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদ মাহদী-উজ-জামান, ম্যানেজার, সলিউশন আর্কিটেক্ট, আমাজন ওয়েব সার্ভিস, আমেরিকা, অধ্যাপক ড. শাহদাত হোসাইন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, উপদেষ্টা, জেবিআরএটিআরসি এবং জেবিআরএটিআরসি’র টেকনিক্যাল ডিরেক্টর আহসানুল আকিব।
জেবিআরএটিআরসি’র সাতক্ষীরা প্রতিনিধি শাহিন মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারহান ফেরদৌস তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম তুলে ধরেন এবং সাতক্ষীরাকে কিভাবে ডিজিটাল করা যায় সে ব্যাপারে আলোচনা করেন। কিভাবে হাইপার টেকনোলজির উপর দক্ষতা ছড়িয়ে দেওয়া যেতে পারে সাতক্ষীরা বাসীর মাঝে সে ব্যাপারে বিষদ আলোচনা করেন আমাজনের ওয়েব সার্ভিস ম্যানেজার মোহাম্মদ মাহদী-উজ-জামান।
জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল সাতক্ষীরাকে ডিজিটালাইজড করতে জেবিআরএটিআরসি’র সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেখ শাকিল হোসেন প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]