নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি.বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ও ভাষা ল্যাবে ‘হার পাওযার প্রকল্প প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’-এর ‘ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার’ বিষয়ে ৫ মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, শামীমা আক্তার, সহকারী শিক্ষক হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, প্রশিক্ষণ কার্যক্রমের সহকারী সমন্বয়ক আশিক দত্ত, আজমিরা খাতুন প্রমুখ। প্রশিক্ষণে অংশ নিচ্ছেন ২০জন নারী। সহকারী প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম জানান, সাতক্ষীরা সদর উপজেলার চারটি ভেনুতে ২২৫জন নারী প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]