ডুমুরিয়ায় সরকারি জমিতে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে অভিযুক্ত মোঃ সাজ্জাদ আলী ফকির কে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (৯ জুন) সকালে ডুমুরিয়া উপজেলার
টিপনা বালিয়াখালি ব্রিজের পাশে নদী ভরাটি জমি হতে অবৈধ মাটি উত্তোলন ও প্রকৃতি পরিবর্তনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত কতৃক জমির বন্দোবস্ত গ্রহিতা সাজ্জাদ আলী ফকির কে ৫০হাজার টাকা অর্থ দন্ড দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শোভনা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, ডুমুরিয়া থানার পুলিশ, খর্নিয়া ইউনিয়নের টিপনা ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন শেখ। এলাকাবাসী জানান সাজ্জাত ফকির সরকারী খাস জমি থেকে মাটি কেটে চিংড়ি মাছের ঘেরের ভেড়ি বাঁধ তৈরি করার সময় স্হানীয় গ্রাম পুলিশ জিয়াউর রহমান গাজী মাটি কাটতে নিষেধ করিলে তার নিষেধ অমান্য করে মাটি কাটলে গ্রাম পুলিশ উপজেলায় উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট ফোন করিলে সাথে সাথে নির্বাহ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ, ঘটনাস্থলে এসে দেখেন বেকু দিয়ে মাটি কাটছেন তিনি আর সেই অপরাধে মোঃ সাজ্জাত হোসেন ফকির কে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]